কাহালুতে সমবায় সমিতির সদস্যদের ১ দিনের ভ্রাম্যমান প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : বুধবার বগুড়ার কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে বগুড়া জেলা সমবায় অফিসের ভ্রাম্যমান প্রশিক্ষণ ইউনিটের সহযোগিতায় ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের ১ দিনের ভ্রাম্যমান প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। ১ দিনের ভ্রাম্যমান প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা সমবায় অফিসের সহকারি নিবন্ধক মোঃ আলম হোসেন। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন কাহালু উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মোশারফ হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আখেরুর রহমান, বগুড়া জেলা সমবায় অফিসের প্রশিক্ষণ অফিসার মিল্টন রহমান, সোনারতরী শ্রমজীবি সমবায় সমিতির আব্দুল মোমেন। প্রশিক্ষণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাহালু উপজেলা সমবায় অফিসার মির্জা জাকির হোসেন। কাহালু উপজেলার বিভিন্ন সমবায় সমিতির ২৫ জন নারী ও পুরুষ সদস্য অংশগ্রহন করে।