র্যাব-১২, সিপিএসসি, বগুড়া কর্তৃক মাদক ও অস্ত্র ব্যবসায়ী সন্ত্রাসী গ্রেফতার
বগুড়া সংবাদ ডট কম : র্যাব তার প্রতিষ্ঠা লগ্ন হতেই খুন, অপহরণ, জঙ্গীদমন, ছিনতাই, চাঁদাবাজ, চুরি, অবৈধ মাদক ব্যবসা ও চোরাচালানসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করাসহ দূস্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে অপরাধ নির্মূলে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে এবং র্যাব-১২ এর সিপিএসসি, বগুড়া ক্যাম্পের আওতাধীন এলাকাগুলিতে ব্যাপকভাবে সফলতা অর্জন করেছে। গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ সার্বক্ষনিক অভিযান পরিচালনা করে র্যাব ইতিমধ্যে জনগনের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১১ সেপ্টেম্বর ২০১৯ তারিখ ১৩.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল বগুড়া জেলার সদর থানাধীন কালীতলাস্থ মোঃ আঃ খালেক চৌধুরী এর বাড়ীর ভিতরে অভিযান পরিচালনা করে মাদক ও অস্ত্র ব্যবসায়ী, সন্ত্রাসী মোঃ আশরাফ ফেরদৌস @সোহাগ চৌধুরী (৪৫), পিতা-মোঃ আঃ খালেক চৌধুরী, সাং-কালিতলা, থানা ও জেলা-বগুড়া’কে ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি ম্যাগাজিন, ০২ রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবাসহ হাতেনাতে নিজ বাড়ী হতে গ্রেফতার করে।
উক্ত সন্ত্রাসী মোঃ আশরাফ ফেরদৌস @সোহাগ চৌধুরী (৪৫) বগুড়া জেলার বিভিন্ন এলাকায় প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে সাধারন জনগনকে ভীতি প্রদর্শন, মাদক ব্যবসা পরিচালনা, অগ্নিসংযোগ ও ভাংচুরসহ বিভিন্ন আইনে তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় ০৬ এর অধিক মামলা রয়েছে। র্যাব কর্তৃক সন্ত্রাসী মোঃ আশরাফ ফেরদৌস @সোহাগ চৌধুরী (৪৫) গ্রেফতার হওয়ায় জনমনে শান্তি ফিরে এসেছে এবং সর্ব সাধারণ সাধুবাদ জানিয়েছে।
র্যাবের এ ধরনের চাঞ্চল্যকর অপরাধ বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।