নবীন শিক্ষার্থীরাই বাংলাদেশকে আলোকিত করবে -এডিশনাল এস.পি মোকবুল
বগুড়া সংবাদ ডট কম : সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার ও বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের প্রশাসক মোকবুল হোসেন বলেছেন, আজকের শিক্ষার্থীরা সমগ্র জাতির সম্পদ, এই শিক্ষার্থীরাই আগামী দিনে সারা বাংলাদেশকে আলোকিত করবে। জ্ঞানের আলোয় উদ্ভাসিত বাংলাদেশ পৃথিবীর উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রের মাঝে মর্যাদার সাথে মাথা উঁচু করে দাঁড়াবে। আমাদের স্বপ্নের সেই বাংলাদেশ হবে জঙ্গীবাদ, মাদক, সন্ত্রাস ও গুজবমুক্ত। তিনি শনিবার বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
সকাল ১১ টায় পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠান প্রতিষ্ঠান মিলনায়তনে অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক শহীদুল ইসলাম, আহসান হাবিব, জিনাত তানজিনা, শাহরিন জাহান, কামরুন্নাহার বেগম, মাহমুদুল হাসান প্রমুখ। প্রতিষ্ঠানের নবীন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। সর্বশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।