বগুড়ায় ফেসবুক ফ্রেন্ডস্ সোসাইটির পক্ষ থেকে প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান
বগুড়া সংবাদ ডট কম : বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা প্রতিবন্ধী সাইফুল ইসলামকে হুইল চেয়ার প্রদান করলো ফেসবুক ফ্রেন্ডস্ সোসাইটি বগুড়া। মঙ্গলবার সকালে বগুড়া পৌরপার্কে আনুষ্ঠানিকভাবে তার কাছে হুইল চেয়ার হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন ফেসবুক ফ্রেন্ডস্ সোসাইটি বগুড়া’র সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও ফেসবুক ফ্রেন্ডস্ সোসাইটি বগুড়া’র সিনিয়র সহসভাপতি রেজাউল আখলাক, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাধারণ সম্পাদক গণেশ দাস, ফাঁপোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পথের দিশা ভাসমান স্কুলের সভাপতি প্রভাষক মহররম আলী, ব্যাংকার মেরাজুল হাসান, ফেসবুক ফ্রেন্ডস্ সোসাইটি বগুড়া’র সাধারণ সম্পাদক প্রতীক ওমর, পথের দিশা ভাসমান স্কুলের সাধারন সম্পাদক শামীম আহম্মেদ, সাংবাদিক মোস্তফা মোঘল, সাংবাদিক খলিলুর রহমান আকন্দ, মিদুল হাসান, গোলাম মোস্তফা, সাংবাদিক সুমন সরদার, নিরব মিয়া, সজিব ইসলাম প্রমূখ।