কাহালুর দেওগ্রাম চারমাথায় ডাকাতি মামলায় নাসিম সহ ১২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : বগুড়ার কাহালু উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দেওগ্রাম চারমাথা বাজারে বহুল আলোচিত ডাকাতি মামলায় নাসিম সহ ১২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছেন কাহালু থানা পুলিশ। ডাকাতি মামলার ১ নম্বর চার্জশিট ভুক্ত আসামী হলেন দেওগ্রাম গ্রামের মৃতঃ নুর উদ্দিনের পুত্র ও দেওগ্রাম চারমাথা বাজার কমিটির সভাপতি নাসিম (৪৪)। অন্যান্য চার্জশিট ভুক্ত আসামীরা হলেন মুঞ্জুরুল হক মজনু (৩৮), আবুল কালাম ওরফে আজাদ (৬০), আব্দুর রহমান (২৮),জাহিদুল ইসলাম (৪২), আব্দুল মজিদ (৪০), খোকন চৌধুরী (২৫), আবু বক্কও সিদ্দিক (৪৮), পলাশ হোসেন (৩০), আফজাল শেখ (৬০), ফিরোজ হোসেন (৫০) ও শাহিন মোল্লা (২৫)। কাহালু থানার মামলা নং ০৩। তারিখ ১০/০১/১৯ইং। কাহালু থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ হাসান জানান, কাহালুর দেওগ্রাম চারমাথা বাজারে ডাকাতি মামলার ১২ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে গত ২০/০৮/১৯ইং তারিখে। উল্লেখ্য যে,কাহালুর দেওগ্রাম চারমাথা বাজারের পাহারাদারদেরকে বেঁধে রেখে ২৮টি দোকানে মালামাল নিয়ে যান ডাকাতেরা।