জনতা ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (রুবিনা আখতার, বগুড়া) : সোমবার সকালে বগুড়া সদর উপজেলার জনতা ডিগ্রি কলেজ প্রাঙ্গনে কলেজের অধ্যক্ষ ইসমাইল হোসেনের সভাপতিত্বে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান ও আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন অত্র কলেজের প্রতিষ্ঠাতাকালীন অধ্যক্ষ আলহাজ্ব রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন খলিলুর রহমান, লুৎফর বারী মিন্টু, নুর মোহাম্মাদ টুটুল, নাজমুল হক এবং আবুল কালাম আজাদ সহ ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, কর্মকর্তা কর্মচারীবৃন্দও বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীনের অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে বরণ করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানের ২য় পর্বে কলেজের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত অতিথি ও শিক্ষার্থীরা। প্রধান অতিথি আবু সুফিয়ান সফিক তার বক্তব্যে বর্তমান সরকারের শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন যুগান্তকারী উন্নয়ন মূলক কর্মকান্ডের কথা তুলে ধরেন। বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহারের ফলে শিক্ষার মান উন্নত হয়েঠে। অনুষ্ঠানে তথ্য প্রযুক্তির দায়িত্ব পালন করেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক রিয়াজুল ইসলাম। নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষক শাহনাজ পারভীন, রফিকুল ইসলাম, অধ্যাপক রুহুল আমিন ও তোফাজ্জল হোসেন।