বগুড়া জেলা যুবদলের সাথে সদর উপজেলা যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডটকম : বগুড়া জেলা যুবদলের উদ্যোগে জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম এর সভাপতিত্বে সোমবার বিকালে দলীয় কার্যালয়ে জেলা যুবদলের যুগ্ন-আহ্বায়ক জাহাঙ্গীর আলম এর পরিচালনায় সদর উপজেলা যুবদলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আহ্বায়ক তার বক্তব্যে বলেন, আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও দলকে গতিশীল করার লক্ষে সকল ভেদাভেদ ভূলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ফারুকে আযম, শাহ নেওয়াজ সাজন, রাশেদুল ইসলাম, শফিকুল ইসলাম মফিক, মোস্তফা হানিফ সোহাগ,
রেজাউল করিম লাবু, ফেরদৌস আযম সুমন, আদিল শাহরিয়ার গোর্কি, হারুনুর রশিদ সুজন, আমিনুর রহমান শাহিন, আনোয়ার হোসেন সান্টু, তাজমিনুল ইসলাম বিচিত্র,এনামুল হক পান্না, ফিরোজ ওয়াহেদ,সুরুজ্জামান সুরুজ, সিরাজুল ইসলাম সিরাজ, ফরিদ আহম্মেদ মুন, সাহাদত হোসেন সোহাগ, জুম্মান শেখ,রাশেদুল কবির রাশেদ, মেহেদি হাসান নয়ন, মোসলেম উদ্দিন স্বপন, রেজাউল করিম, রায়হান শরিফ মাসুম। সভায় আরোও বক্তব্য রাখেন সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহিন, সরকার সুমন, ইঞ্জিঃ সোহেল, আমিনুল ইসলাম রাজা, ইকরামুল, শামসুল আলম, শাকিল আহম্মেদ, তৌহিদুল ইসলাম, সুমন আহম্মেদ বিপুল, জাহিদ হোসেন জাহিদ, আঃ রশিদ, আওলাদ, আতাউর রহমান আতা, রুবেল, মানিক, সাজু মন্ডল, শাহ্ আলম সহ প্রমূখ।