বগুড়া জবানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গু ও গুজব বিষয়ে সচেতনতা মুলক আলোচনা সভা
বগুড়া সংবাদ ডটকম (রাশেদুল কাদির রুম্মান, বগুড়া): বগুড়া জবানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গু ও গুজব নিরসন শিক্ষার্থীদের পড়াশুনা সহ সার্বিক বিষয়ে সচেতনতা মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের ঠনঠনিয়া এলাকায় প্রতিষ্ঠান প্রঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদ ফটিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া ভাই পাগলা মাজার প্রকল্প সংস্থার সাধারন সম্পাদক ও জেলা আ’লীগ নেতা এবি এম জহুরুল হক বুলবুল। বিশেষ অতিথি ছিলেন ১২ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি হাবিবুল আজিজ এলিস, সাধারন সম্পাদক আব্দুর রহিম দুলাল, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি নজরুর ইসলাম পাইলট, ওয়ার্ড যুবলীগের সভাপতি শহিদুল হক টনি। আরো উপস্থিত ছিলেন আব্দুর রহিম, পলাশ খান, মতিউর রহমান, জসিম, রাজা মন্ডল, শাওন, আব্দুর রশিদ বাবলু। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা নুরজাহান খাতুন।