শেরপুরে কৃষকদের বিনামূল্যে ধানের চারা বিতরণ
বগুড়া সংবাদ ডটকম (শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ) : বগুড়ার শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্দ্যেগে বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক কৃষকদের মাঝে রোববার বিকালে ৪টি ইউনিয়নের প্রায় ৬’শ জনের মধ্যে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সরকার দেশকে খাদ্য স্বয়ংসূম্পর্ণ করতে বন্যা দুর্গত ক্ষতিগ্রস্থ এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পুনঃবাসন করার লক্ষে সারা দেশের ন্যায় শেরপুর উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়নে ১’শ ২০ জন, খামারকান্দি ইউনিয়নে ১’শ ৮০ জন, খানপুর ইউনিয়নে ১’শ ৮০ জন ও সুঘাট ইউনিয়নে ১’শ ২৬ জন কৃষকদের হাতে আমন ধানের চারা তুলে দেওয়া হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও শেরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মজিবর রহমান মজনু। কৃষি কর্মকর্তা শারমীন আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ শাহ জামাল সিরাজী, আলহাজ মুন্সি সাইফুল বারী ডাবলু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খাতুন, কৃষিবিদ আব্দুল জব্বার, খামারকান্দি ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল ওহাব ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ।