বগুড়ায় সদর উপজেলা বিএনপির বিশেষ সভা
বগুড়া সংবাদ ডট কম : বগুড়ায় সদর বিএনপির সভায় তৃনমূল নেতৃবৃন্দ বলেছেন, তারেক রহমানের নির্দেশনায় দলকে আগামী দিনে আরো সুসংহত করে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তত করতে হবে। এ জন্য প্রতিটি গ্রাম কমিটি থেকে শুরু করে জেলা কমিটির নেতা সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন। নির্বাচিত কমিটির নেতারা আন্দোলনে নেতৃত্ব দেবেন। বিগত ৯ বছরে গণতান্ত্রিক আন্দোলনে সদর উপজেলা বিএনপির বর্তমান কমিটি সাহসী ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শনিবার বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এএইচএম মাফতুন আহম্মেদ খান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় মুঠো ফোনে বক্তব্য জেলা বিএনপির আহবায়ক গোলাম মো: সিরাজ এমপি, চেয়ারপার্সনের উপদেষ্ঠা হেলালুজ্জামান তালুকদার লালু, কমিটির সদস্য শামীমা আক্তার পলিন। আরো বক্তব্য রাখেন সদর উপজেলা কমিটির সহ-সভাপতি শামছুল আলম মন্ডল, সাংগাঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জহুরুল ইসলাম, বিএনপি নেতা শফিকুল ইসলাম মাষ্টার, শহিদুল ইসলাম, আবু সালেহ নয়ন, মাফতুন আহমেদ, আপেল মাহমুদ, আল মামুন প্রমুখ। সভা থেকে বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মামলা ও সাজা প্রত্যাহার দাবী করেন। সভায় সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ অংশ নেন।