fbpx
বগুড়া জেলার সংবাদবগুড়া সদর

বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়তে বদ্ধ পরিকর: জেলা প্রশাসক, বগুড়া

বগুড়া সংবাদ ডট কম (রুবিনা আখতার, বগুড়া) : বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বলেছেন, বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়তে বদ্ধ পরিকর। শিক্ষা ব্যতিত কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। আমাদের দেশে এখনও অশিক্ষিতের হার শতকরা প্রায় ২৬ভাগ। শিক্ষিতের হার বৃদ্ধির জন্য বর্তমান সরকার সার্বজনীন শিক্ষা চালু করেছে। এছাড়া বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, বয়স্ক শিক্ষাকার্যক্রম, গণশিক্ষা, মসজিদ-মন্দির ভিত্তিক শিক্ষা সহ বেশকিছু গৃহিত পদক্ষেপ বাস্তবায়ন করছে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালনের মধ্য দিয়ে সাক্ষরতার গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়। এ সচেতনতার মধ্য দিয়ে এ দেশের অর্থনৈতিক মুক্তিও সম্ভব। বহুভাষায় সাক্ষরতা উন্নত জীবনে নিশ্চয়তা এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রবিবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ এ কথাগুলো বলেন। জেলা প্রশাসন বগুড়ার আয়োজনে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো বগুড়ার সহযোগিতায় এক বর্ণাঢ্য র‌্যালী জেলা প্রশাসন চত্বর বটতলা হতে সাতমাথা পর্যন্ত প্রদক্ষিন করে। র‌্যালীতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, এনজিও প্রতিনিধিগণ অংশ নেন। জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো বগুড়ার সহকারি পরিচালক এ এইচ এম রবিউল করিম এর সার্বিক তত্বাবধানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বগুড়া সদর আজিজুর রহমান। এছাড়া শিক্ষা ও কল্যান শাখার সহকারি কমিশনার মোঃ আবদুর রহমান সহ আরো অন্যান্য কর্মকর্তাবৃন্দ র‌্যালী ও আলোচনা সভায় অংশ নেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

1 + twelve =

Back to top button
Close