সিআইপি হলেন বগুড়া চেম্বারের সভাপতি মাসুদুর রহমান মিলন
বগুড়া সংবাদ ডট কম : বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালক মাসুদুর রহমান মিলনকে সিআইপি (Commercially Important Person) মনোনীত করা হয়েছে। সিআইপি কার্ড গ্রহণের জন্য মিলনকে আগামী ১৮ সেপ্টেম্বর বিকেলে ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে উপস্থিত থাকার জন্য জানানো হয়েছে। রপ্তানী উন্নয়ন ব্যুরোর উপ-পরিচালক মোঃ ফয়জুল হকের স্বাক্ষর করা গত ৪ সেপ্টেম্বরের এক চিঠিতে জানানো হয়েছে, বাণিজ্য খাতে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতি স্বরূপ তাকে সরকারের পক্ষ থেকে সিআইপি (রপ্তানী)-২০১৭ মনোনীত করা হয়েছে। চিঠিতে মাসুদুর রহমান মিলনকে মাসুদুর রহমান মিলনের বাবা বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি প্রয়াত মমতাজ উদ্দিনও একাধিকবার সিআইপি মনোনীত হয়েছিলেন। বগুড়া চেম্বারর সভাপতি মাসুদুর রহমান মিলন সিআইপি ঘোষণা সম্বলিত চিঠি পাওয়ার কথা জানিয়ে বলেন, ‘সরকারিভাবে আমাকে যে স্বীকৃতি দেওয়া হয়েছে তার জন্য আমি আনন্দিত এবং সরকারের কাছে কৃতজ্ঞ। আমি বগুড়া তথা দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসারে ব্যবসায়ী সমাজকে নিয়ে আরও বহুদূর এগিয়ে যেতে চাই। আশাকরি আমি সকলের সহযোগিতা পাব।’