সোনাতলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত
বগুড়া সংবাদ ডট কম (সোনাতলা সংবাদদতা মোশাররফ হোসেন) : সোনাতলায় রোববার (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে ওইদিন সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালি নিয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছাঃ ফেরদৌসী বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পা,সিনিয়র সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ বেল্লাল হোসেন,সহকারী শিক্ষা কর্মকর্তা এসএম শাফিউল ইসলাম,আল-আমিন ও গ্রাম বিকাশ সংস্থা (জিবিএস) এর সমন্বয়কারী খোরশেদ আলম। দিবসটির প্রতিপাদ্য ছিল ‘বহুভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা’। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থীরা ও জিবিএস’র কর্মকর্তা-কর্মচারী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।