সোনাতলায় হামলায় শিশুসহ তিনজন আহত
বগুড়া সংবাদ ডট কম (সোনাতলা সংবাদদতা মোশাররফ হোসেন) : সোনাতলায় পূর্ব শত্রুতার জের ধরে মোটরসাইকেল আটকিয়ে হামলায় শিশুসহ তিনজনকে আহত করার ঘটনা ঘটেছে। রোববার (৮ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। ওইদিন বেলা দেড়টার দিকে উপজেলার পাকুল্যা গ্রামের ডাবলু মন্ডলের ছেলে রবিউল ইসলাম (২০) তার মা রুবিনা বেগম (৩৫) ও মাহুবর রহমানের দেড় বছরের শিশু কন্যা মাইশা খাতুনকে মোটরসাইকেলে নিয়ে জুমাবাড়ি আত্মীয়ের বাড়ি থেকে নিজ গ্রামে যাচ্ছিল। যাবার পথে তেকানী চুকাই নগর ইউনিয়নের কাচারী বাজারের চারমাথা মোড়ের উত্তরে তিনমাথা মোড়ে কাচারী বাজার এলাকার সৈকত ও সোহেলসহ ৩/৪ জন যুবক মোটরসাইকেল আটকিয়ে অতর্কিত ভাবে রবিউল ইসলাম ও তার মা রুবিনা বেগমকে লাঠিসোটা ও কাঠের বাটাম দিয়ে মারপিট করে। এতে মা-ছেলে ও কোলে থাকা শিশু মাইশা খাতুন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত ওই তিনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে একটি ভ্যানগাড়িতে তুলে দেয়। পরে তারা সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। আহত মা ও ছেলের অভিযোগ আমাদের কাছ থেকে হামলাকারীরা একটি সোনার চেইন ও দুটি টাচ্ মোবাইল ফোন ছিনতাই করে নিয়েছে।