মরিচের গাছের সাথে শত্রুতা!
বগুড়া সংবাদ ডটকম (শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান) : বগুড়ার শাজাহানপুর উপজেলার সোনাইদিঘী উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ইউনুছ আলী নামে এক কৃষকের ২২ শতাংশ জমিতে লাগানো মরিচের গাছ উপড়িয়ে ফেলেছে দূর্বৃত্তরা।
এঘটনায় কৃষক ইউনুছ আলী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
কৃষক ইউনুছ আলী জানান, সোনাইদিঘী মৌজায় তার জমির পাশে উপজেলার বারআঞ্জুল মাদ্রাসাপাড়া গ্রামের ফরিদ উদ্দিনের পুত্র মামুনুর রশিদের (৩০) জমি। মামুনুর রশিদ শত্রুতা করে প্রায়ই তার জমির পানি কেটে নামিয়ে দেয়। কারণ জিজ্ঞাসা করলে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এনিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মামুনুর রশিদ বড় ধরনের ক্ষতি করবে বলে হুমকি দেয়। এমতাবস্থায় গত ২৬ আগষ্ট গভীর রাতে তার ২২ শতক জমিতে লাগানো মরিচ গাছ কে বা কারা উপরিয়ে ফেলে। এতে করে তার চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় ব্যক্তিরা মিমাংসার জন্য চেষ্টা করে ব্যর্থ হলে শনিবার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এবিষয়ে অভিযুক্ত মামুনুর রশিদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এসআই ছাম্মাক জানান, অভিযোগের তদন্ত চলছে। বাদী-বিবাদী ও স্থানীয় লোকজনের সাথে কথা বলা হয়েছে। এখন পর্যন্ত কোন ক্লু উদ্ধার হয়নি।