শাজাহানপুরে ভোজ্য তেলের পাইকারী দোকান আগুনে ভষ্মিভূত
বগুড়া সংবাদ ডটকম (শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান) : বগুড়ার শাজাহানপুর উপজেলার রানীরহাট বন্দরে সেলিম হোসেন নামে এক ব্যক্তির ভোজ্য তেলের পাইকারী দোকান আগুন লেগে ভষ্মিভূত হয়েছে। সেলিম হোসেন উপজেলার চককানপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র।
শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে নেন। ততক্ষনে দোকানের সব কিছু পুড়ে ভষ্মিভূত হয়ে যায়।
দোকানের স্বত্তাধিকারী সেলিমের ভাগিনা সিজান জানান, মামা সেলিম হোসেনের ভোজ্য তেলের পাইকারী দোকানে একসাথে দোকানদারী করেন। প্রতিদিনের মত শনিবার রাত সাড়ে ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান। রাত সাড়ে ১১ টার দিকে স্থানীয়দের কাছ থেকে অগ্নিকান্ডের খবর পান। খবর পেয়ে দোকানে গিয়ে দেখেন সব পুড়ে ছাই। এতে করে নগদ দুই লক্ষ নব্বই হাজার টাকা সহ কমপক্ষে চল্লিশ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। কি ভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি বলে জানান তিনি।
আশেকপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে নিলেও ততক্ষনে সব পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। আগুনের সূত্রপাত কিভাবে হলো তা এখনো জানা যায়নি।