বগুড়া কচিকন্ঠ কিন্ডার গার্টেন স্কুলের ফলপ্রকাশ ও অভিভাবক সমাবেশ
বগুড়া সংবাদ ডট কম : শনিবার বগুড়া শহরের চকসূত্রাপুরে কচিকন্ঠ কিন্ডার গার্টেন স্কুলের ফলপ্রকাশ ও অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন একেএম আব্দুল হান্নান আজাদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক কামরুন নাহার পুতুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাগেবুল আহসান রিপু, বঙ্গবন্ধু গবেষনা ফাউন্ডেশনের বগুড়া সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মোত্তালেব মানিক এছাড়া ও উপস্থিত ছিলেন নূর হুদা জামে মসজিদের সাধারন সম্পাদক মোজাহার মল্লিক, সোনালী প্রত্যাশা সাধারন সম্পাদক সোনালী ব্যাংকের সাবেক সিনিয়র কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, সকল অতিথিবৃন্দ শিক্ষা উন্নয়নে ও স্কুলের সার্বিক সফলতা কামনা করে মূল্যবান বক্তব্য রাখেন এবং ভালো ফলাফল আর্জনকারী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন করেন। পুরস্কার বিতরন শেষে স্কুলের ছাত্র ছাত্রী শিক্ষক ও অভিভাবকরা সংগীত ও নৃত্য পরিবেশন করে।