ডেঙ্গু প্রতিরোধে বগুড়ায় বাম্মা নেতৃবৃন্দের সচেতনতামূলক লিফলেট বিতরন
বগুড়া সংবাদ ডট কম : ডেঙ্গু প্রতিরোধে সকল শ্রেনী পেশার মানুষদের এগিয়ে আসার আহবান জানিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরন করেছে বাম্মা বগুড়ার নেতৃবৃন্দ। শনিবার দুপুরে শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরনকালে তারা এ আহবান জানান। বাংলাদেশ এগ্রিকালচারাল মেশিনারী মার্চেন্ট এসোসিয়েশন (বাম্মা) বগুড়া জেলা শাখার উদ্যোগে বেলা ১১ টায় শহরের সাতমাথা, থানা রোড, নিউ মার্কেট, এমএ খান লেন, বিআরটিসি শপিং কমপ্লেক্স, পার্করোডসহ বিভিন্ন স্থানে জনসাধারনের মাঝে লিফলেট বিতরন করা হয়। বাম্মা বগুড়ার সভাপতি আলহাজ শেখ ও সাধারণ সম্পাদক রাজেদুর রহমান রাজু’র নেতৃত্বে লিফলেট বিতরনকালে উপস্থিত ছিলেন সহসভাপতি দিলীপ কুমার দেব, সেলিম রেজা সানু, সহ সম্পাদক হাসানুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, শাহজাহান আলী, আব্দুস সামাদ, বিশ^জিৎ বসাক, গোলাম রব্বানী, তৌহিদুর রহমান সাজু, হাফিজার রহমান, সিরাজ উদ্দিন সাহানা, রেজাউল মতিন টুটুল, আবু তালেব উজ্জল প্রমুখ। এসময় বাম্মা নেতৃবৃন্দ বলেন, বাড়ী ঘর, বাগান, আঙ্গিনা, বাড়ীর ছাদ, ফুলের টপ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ডেঙ্গু রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানান নেতৃবৃন্দ।