কাহালুতে বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে ধর্ষনে অন্তঃসত্বা ঘটনায় থানায় মামলা দায়ের
বগুড়া সংবাদ ডটকম (কাহালু প্রতিনিধি এম.এ মতিন) : বগুড়ার কাহালুতে সাহিদা আক্তার (২০) নামক এক বুদ্ধি প্রতিবন্ধী যুবতীকে ধর্ষনে ৪/৫ মাস অন্তঃসত্বা ঘটনায় কাহালু থানায় মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় গ্রামবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, কাহালু উপজেলা মুরইল ইউনিয়নের ধাওয়া পাড়া গ্রামের শহিদুল ইসলামের বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে সাহিদা আকতারকে একই গ্রামের মৃত দবির উদ্দিনের পুত্র বাদশা শেখ (৪০), মৃত ছমির উদ্দিনের পুত্র সাদু (৫০) ও মৃত তাহের প্রাং এর পুত্র লয়া মিয়াঁ (৪৮) বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় জোরপূর্বক ধর্ষন করে এবং তাকে ধর্ষনের ঘটনাটি কাউকে না জানাতে নিষেধ করে। ধর্ষনের ফলে সাহিদা আকতার ৪/৫ এর অন্তঃসত্বা হলে ঘটনাটি পরিবারের লোকজন এবং গ্রামবাসীর মধ্যে জানাজানি হয়। এ ঘটনায় গত শুক্রবার রাতে সাহিদা আকতার এর মা গোলাপী বেগম বাদী হয়ে কাহালু থানায় উল্লেখিত ৩ জনকে আসামী করে একটি ধর্ষন মামলা দায়ের করেন। কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, এ ঘটনায় একটি ধর্ষন মামলা দায়ের করা হয়েছে ও ভিকটিমকে মেডিকেলে পাঠানো হয়েছে এবং আসামীদের বিরুদ্ধে গ্রেফতার পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।