ধুনটে নিম্নমানের ইটের খোয়া দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ
বগুড়া সংবাদ ডট কম (ধুনট প্রতিনিধি ইমরান হোসেন ইমন) : বগুড়ার ধুনট উপজেলায় নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করে রাস্তা পাকাকরণের অভিযোগ উঠেছে। এবিষয়ে স্থানীয় এলাকাবাসী অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছেন না।
স্থানীয়রা অভিযোগ করেন, এলজিইডির লোকজনকে ‘ম্যানেজ’ করেই সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান নিম্নমানের নির্মান সামগ্রী দিয়ে রাস্তা নির্মান করে যাচ্ছেন। তাই অল্প দিনেই রাস্তাটি ভেঙ্গে ও কার্পেটিং উঠে গিয়ে চলাচলের অনুপযোগি হওয়ার আশংকা করছেন স্থানীয়রা।
ধুনট উপজেলা এলজিইডি সূত্রে জানাগেছে, উপজেলার চিকাশী ইউনিয়নের মুরাগাছা বাজার থেকে গজারিয়া তিনমাথা মোড় পর্যন্ত ১ কিলোমিটার রাস্তা পাকাকরণ কাজের দরপত্র আহবান করে এলজিইডি। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৭০ লাখ টাকা। দরপত্রের মাধ্যমে বগুড়ার মেসাস ইসলাম এন্টারপ্রাইজকে কার্যাদেশ প্রদান করা হয়। গত দুই মাস আগে ঠিকাদার প্রতিষ্ঠান রাস্তাটির নির্মান কাজ শুরু করেছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, পুরো রাস্তার সাববেজ (নিচের স্তর) শেষ করে শুরু হয়েছে ডব্লিউবিএম (দ্বিতীয় স্তর) নির্মান কাজ। ইতোমধ্যে অর্ধেকের বেশি ডব্লিউবিএম শেষ হয়েছে। তবে পুরো ডব্লিউবিএমের জন্য ব্যবহৃত খোয়া অত্যন্ত নিম্নমানের ব্যবহার অযোগ্য ইটের খোয়া। যা স্থানীয়ভাবে রাবিশ হিসেবে পরিচিত। গত শনিবার বিকেলে গিয়ে দেখা যায় রাস্তার মাঝে মাঝে স্তূপ করে ইটের গুঁড়া মিশ্রিত ব্যবহার অযোগ্য ইটের খোয়া রাখা হয়েছে।
স্থানীয় বাসিন্দা মতিয়ার রহমান, জিল্লুর রহমান ও আতাউর রহমান সহ একাধিক ব্যক্তি অভিযোগ করেন, এলজিইডির লোকজনকে ‘ম্যানেজ’ করে শুরু থেকেই দায়সারাভাবে বগুড়ার মেসার্স ইসলাম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সেলিম ঠিকাদার রাস্তাটির নির্মান কাজ করছেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করা হলেও কোনো কাজ হয়নি। তারপরও নিম্নমানের ইটের খোয়া দিয়ে রাস্তা নির্মানের কাজ করা হচ্ছে। তাই অল্প দিনেই রাস্তাটি ভেঙ্গে, ডেবে ও কার্পেটিং উঠে গিয়ে চলাচলের অনুপযোগি হওয়ার আশংকা করছেন স্থানীয়রা।
এবিষয়ে বগুড়ার মেসার্স ইসলাম এন্টারপ্রাইজের ম্যানেজার গোলাম রব্বানী বলেন, এসময় ভাটাগুলোতে ইট পাওয়া যায় না। তাই হয়তো কিছু ইটের খোয়া খারাপ বের হয়েছে। তবে রাস্তা নির্মানে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে না বলে তিনি দাবি করেন।
এবিষয়ে ধুনট উপজেলা প্রকৌশল কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, রাস্তা নির্মাণ কাজে যদি ঠিকাদারী প্রতিষ্ঠান নিম্নমানের ইট ও ইটের খোঁয়া ব্যবহার করে থাকে তাহলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।