ধুনটবগুড়া জেলার সংবাদ
ধুনটে সাপের কামড়ে বিধবা নারীর মৃত্যু
বগুড়া সংবাদ ডটকম (ধুনট প্রতিনিধি ইমরান হোসেন ইমন) : বগুড়ার ধুনটে সাপের কামড়ে জয়বুন বেওয়া (৬৫) নামে এক বিধবা নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টায় মুমুর্ষ অবস্থায় তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত জয়বুন বেওয়া উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী গ্রামের মৃত আব্দুস সাত্তারের স্ত্রী।
স্থানীয়সূত্রে জানা গেছে, শনিবার ভোরে গোয়াল ঘর থেকে ছাগল বের করতে যায় বিধবা জয়বুন বেওয়া। এসময় একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।