fbpx
খেলাধুলাবগুড়া জেলার সংবাদশেরপুর

শেরপুরে গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

বগুড়া সংবাদ ডটকম (শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ) : বগুড়ার শেরপুরে উপজেলা ৪৮ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার ৭ সেপ্টেম্বর সকাল ১০টায় জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতি শেরপুর উপজেলা খাখার আয়োজনে শেরপুর সরকারী ডি.জে মডেল হাইস্কুল মাঠে উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত আলী সেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজি, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক সাইফুল বাড়ী ডাবলু, মাধ্যমিক শিক্ষা অফিসার নজমুল হক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সুলতান মাহমুদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র। খেলাটি উপস্থাপনা করেন তালতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজগর।
উদ্বোধনী এ খেলায় অংশ গ্রহণ করে মির্জাপুর ইউসুফ উদ্দিন উচ্চ বিদ্যালয় বনাম পারভবানীপুর দাখিল মাদ্রাসা।
সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, নিয়মিত অনুশীলনের মধ্য দিয়ে ভালো মানের খেলোয়ার গড়ে তুলতে হবে। এখান থেকেই হয়তো কেউ জাতীয় পর্যায়ে খেলার গৌরভ অর্জন করবে তাই নিয়মিত ক্রীড়া চর্চার বিকল্প নাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 17 =

Back to top button
Close