বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মো. ইব্রাহিম-এর ৩০তম মৃত্যুবার্ষিকী (সেবা দিবস) উদ্যাপন
বগুড়া সংবাদ ডট কম : শুক্রবার বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মো. ইব্রাহিম-এর ৩০তম মৃত্যুবার্ষিকী। বগুড়া ডায়াবেটিক সমিতি প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় ডা. মো. ইব্রাহিমের মৃত্যুদিবস পালন করেছে। এ উপলক্ষে বগুড়া ডায়াবেটিক সমিতির হল রুমে বাদ মাগরিব আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ-মাহফিলে বগুড়া ডায়াবেটিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডঃ মকবুল হোসেন মুকুল, সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান বাপ্পি ভান্ডারী, সহ সভাপতি আবুল কালাম আজাদ, সহ সভাপতি এবিএম জহুরুল হক বুলবুল, যুগ্ম সম্পাদক শাহ মোঃ আখতারুজ্জামান ডিউক, দপ্তর সম্পাদক একেএম ফজলুল হক রেন্টু, নির্বাহী সদস্য মাসুদুর রহমান মিলন, বগুড়া ডায়াবেটিক সমিতির আজীবন সদস্যবৃন্দ এবং বগুড়া স্বাস্থ্যসেবা হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ পরিচালনা করেন কেন্দ্রিয় মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আব্দুল কাদের।