বগুড়া রেলওয়ে আদর্শ হকার্স মার্কেট দোকান মালিক সমিতির রফিক সভাপতি, মিলন সাঃ সম্পাদক নির্বাচিত
বগুড়া সংবাদ ডট কম : বগুড়া রেলওয়ে আদর্শ হকার্স মার্কেট দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত সংগঠনের কার্যালয়ে ভোট গ্রহন করা হয়। সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সংগঠনের ২৩৪ জন ভোটারের মধ্যে ২৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। নির্বাচনে সভাপতি পদে মোঃ রফিকুল ইসলাম রফিক (ছাতা) ১২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এপদে অপর প্রার্থী মোঃ মুনসুর আলী খোকা (চেয়ার) পেয়েছেন ১০৪ ভোট।
সাধারণ সম্পাদক পদে মোঃ শহিদুল্লাহ খান মিলন (মোটর সাইকেল) ১৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুল আজিজ সরকার (উড়ো জাহাজ) পেয়েছেন ৭৩ ভোট।সহ সভাপতি পদে মোঃ আবুল কালাম আজাদ (গোলপা ফুল) ১৫৩ ভোট পেয়ে ও মোঃ জাহিদুল ইসলাম (কাপ পিরিচ) ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এপদে অন্য প্রার্থী মোঃ আসাদুজ্জামান দোলন (হাতী) পেয়েছেন ১০২ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ দ্বীন ইসলাম সেলিম (আম) ১৩৬, মোঃ আব্দুল হামিদ কাজল (বাই সাইকেল) ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরাজিত প্রার্থী আলহাজ রেজাউল করিম মন্ডল (টেবিলফ্যান) ১২০ ভোট পেয়েছেন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রেজাউল করিম (হাঁস), প্রচার সম্পাদক পদে মোঃ শামিম খান (মাইক), ধর্মীয় সম্পাদক পদে মোঃ শাহ জামাল (টুপি), সদস্য পদে মোঃ রবিউল ইসলাম (ফুটবল), মোঃ শাহীনুর আলম শাহীন (তলোয়ার), মোঃ আব্দুল মোমিন মাষ্টার (গাভী), মোঃ মুকসিতুর রহমান খান (মোরগ) ও মোঃ দুলু মিয়া (মাছ) এরা সকাই ভোটে নির্বাচিত হয়েছেন। ভোট গননা শেষে রাতে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষথেকে ফলাফল ঘোষনা করা হয়।