বগুড়া আন্ত:জেলা ট্রাক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সুজাবাদ দহপাড়া লেবার শাখা অফিসের উদ্বোধন
বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান) : বগুড়া আন্ত:জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সুজাবাদ দহপাড়া লেবার শাখা অফিসের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে লেবার শাখা অফিসের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব আসাদুর রহমান দুলু।
সংগঠনের উপদেস্টা মহিদুল ইসলাম নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আন্ত:জেলা ট্রাক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মন্ডল। বিশেষ বক্তা ছিলেন বগুড়া আন্ত:জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল। বিশেষ অতিথি ছিলেন শাজাহানপুর উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম, কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাজেদুর রহমান সবুজ, ওলিলা গ্লাস ইন্ডাষ্ট্রিজের ডিপো ম্যানেজার ফিরোজ আহম্মেদ, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইউনুস আলী সোনার। আন্ত:জেলা ট্রাক পরিবহণ শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক রাসেল মন্ডলের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লেবার শাখা অফিসের সভাপতি বকুল সরদার, সাধারণ সম্পাদক রায়হান আলী, শ্রমিক নেতা শহিদুল ইসলাম, আফজাল হোসেন, রোমান হোসেন, জাহিদুল ইসলাম, মাসুদ রানা, দুলাল মিয়া, সাজু মিয়া প্রমুখ।