শাজাহানপুরে ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন
বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান) : বগুড়ার শাজাহানপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এই মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন।
মেলায় মোট ২০টি স্টল অংশ গ্রহন করে। মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নূরে আলমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার চৌধুরী, সাধারন সম্পাদক তালেবুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মামুনুর রশিদ, যুবলীগের য্গ্মু সম্পাদক বাদশা আলমগীর, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান লিটন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ উম্মে হাবিবা।
উপ সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা ছায়দুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ, মৎস্য অফিসার আরিফ আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছামছুন্নাহার শিউলী, আমরুল ইউপি চেয়ারম্যঅন আসাদুজ্জামান অটল, থানার সেকেন্ড অফিসার রাম জীবন ভৌমিক, তথ্য সেবা কর্মকর্তা আফছানা আফরিন, উপ সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজার রহমান, সুমন নার্সারীর স্বত্তাধিকারী ওয়াজেদ আলী প্রমুখ।