নন্দীগ্রামে প্রেমিকের বাড়িতে অনশনরত সেই তরুণীকে অবশেষে বিয়ে
বগুড়া সংবাদ ডট কম (নন্দীগ্রাম প্রতিনিধি মো: এফএফ সরকার) : বগুড়ার নন্দীগ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনরত সেই তরুণীকে অবশেষে বিয়ে করেছেন প্রেমিক রুস্তম আলী। বুধবার গভীর রাতে সামাজিকভাবে তাদের ৫০ হাজার টাকা দেন মোহরনা ধার্য করে বিয়ে সম্পন্ন করা হয়।
স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে উপজেলার ভাটরা ইউনিয়নের কোলদীঘি গ্রামের আব্দুল লতিফের ছেলে রুস্তম আলীর বাড়িতে আসেন তার প্রেমিকা। এ সময় বিয়ে করতে রাজি নয় রুস্তম আলী। পরে কৌশলে তাকে রেখে বাড়ি থেকে পালিয়ে যায় প্রেমিক। তারপর থেকে বিয়ের দাবিতে রুস্তম আলীর বাড়িতে অনশন শুরু করে। এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ওই বাড়িতে এসে ভিড় করে।
ইউপি সদস্য (মেম্বার) আলাউদ্দিন জানান, ছেলে ও মেয়ে উভয় পক্ষের পরিবারকে নিয়ে গ্রামে বৈঠক বসে সমঝোতা করে সামাজিকভাবে তাদের রাতেই বিয়ে সম্পন্ন করা হয়েছে।
তিনি আরও জানান, রুস্তম আলীর খালাতো ভাইয়ের শালী সম্পর্কে (বিয়ান) সাথে তিন বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের প্রথম বর্ষের ছাত্রী। আর রুস্তম আলী রংপুরে ইথিক্যাল ওষুধ কোম্পানিতে মাঠকর্মী হিসেবে চাকুরি করতো বলে জানান তিনি। ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুল বারী বলেন, উভয় পক্ষের সমঝোতা হয়ে বিয়ে হয়েছে বলে শুনেছি।