সোনাতলায় ভাতাপ্রাপ্ত উপকারভোগী নারীদের নিয়ে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (সোনাতলা সংবাদদাতা মোশাররফ হোসেন) :কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় সোনাতলা পৌরসভার ভাতাপ্রাপ্ত উপকারভোগী নারীদের নিয়ে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ হলরুমে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তর বগুড়া-এর উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন,সোনাতলা পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু,দিগদাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী
তৈয়ব শামীম ও পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল। স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোস্তাফিজুর রহমান তুহিন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পা,বালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন,সোনাতলা শাখা সোনালী ব্যাংকের ম্যানেজার মোঃ মাহবুবুর রহমান ও সোনাতলা প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন মজনুসহ অনেকে। অনুষ্ঠান উপস্থাপনা করেন সোনাতলা পৌর প্যানেল মেয়র মোঃ তাহেরুল ইসলাম। বক্তব্য শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথি ভাতাপ্রাপ্ত উপকারভোগী নারীদের মাঝে সাবান ও খাওয়ার স্যালাইন বিতরণ করেন।