fbpx
বগুড়া জেলার সংবাদশিবগঞ্জ

শিবগঞ্জের পিরবে পূর্ব শত্রুতার জের ধরে সেফটি টাংকির ময়লা ছেড়ে পরিবেশ দূষণ!

বগুড়া সংবাদ ডট কম (নামুজা প্রতিনিধি আনোয়ার হোসেন) : বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরবে পূর্ব শত্রুতার জের ধরে সেফটি টাংকির ময়লা ছেড়ে পরিবেশ দূষণ করার অভিযোগে প্রতিকার চেয়ে জনপ্রতিনিধিসহ বিভিন্ন মহলে ধরণা। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, পিরব ইউনিয়নের বকঠোঁটা তালুকদার পাড়া গ্রামের মৃত সাখাওয়াত হোসেন তালুকদারের পুত্র সরোয়ার হোসেন তালুকদার ও একই গ্রামের সুজাত আলী তালুকদারের পুত্র লিটন ও রাঙ্গা কর্তৃক প্রতিবেশি বাবলু মিয়া, হাসানুজ্জামান, গাউসুল আলম সহ কয়েকটি পরিবারের প্রায় শতাধিক লোকের বসতবাড়ীতে যাতায়াতের একমাত্র রাস্তা সংলগ্ন স্থানে উপরে উল্লেখিত অভিযুক্ত ব্যক্তিরা পূর্ব শত্রুতার জের ধরে তাদের ২টি সেফটি টাংকির ময়লা ছেড়ে পরিবেশ দূষণ করে আসছে। এতে করে ওইসব পরিবারের শিশুসহ লোকজনদের বিভিন্ন স্বাস্থ্যজনিত রোগে আক্রান্ত হওয়ার আশাংঙ্খা এবং এডিস মশার লাভা বিস্তার করার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন বসবাসরত লোকজন। এর প্রতিকার ও দীর্ঘদিনের এই সৃষ্ট সমস্যা সমাধানের জন্য গাউসুল আলমসহ কয়েকটি পরিবারের লোকজন বাদী হয়ে স্থানীয় ইউপি সদস্যসহ ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে ৪ সেপ্টেম্বর (বুধবার) স্থানীয় ইউপি সদস্য আঃ ছোবাহান আলী জানান, তাদেরকে বার বার পরিবেশ দূষণ রোধ করে স্বাস্থ্যসম্মত ড্রেন তৈরি করার জন্য বলা হলেও তা না শুনে তারা গ্রামের পরিবেশ দূষণ করছে। তিনি আরোও জানান, বিষয়টি সমাধানের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি দেওয়া প্রয়োজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =

Back to top button
Close