বিভিন্ন দাবিতে বগুড়া জেলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের স্বারকলিপি প্রদান
বগুড়া সংবাদ ডট কম : বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হয়রানি বন্ধ ও লাইসেন্স জটিলতা নিরসন সহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে বগুড়া জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে বগুড়া জেলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন এই স্বারকলিপি প্রদান করে। উক্ত স্বারকলিপিতে উল্লেখ করা হয়, হয়রানিমুলক মোবাইল কোর্ট পরিচালনা বন্ধ করতে হবে, জরিমানা করার প্রবনতা পরিহার করে ত্রুটি সমুহ চিহ্নিত করে কর্তৃপক্ষকে সংশোধনের জন্য নির্দিষ্ট সময় দিতে হবে, অনিয়ম প্রমানিত হলে কোনভাবেই ভোক্তা অধিকার আইন প্রয়োগ করা যাবে না। ক্লিনিকে কোন দুর্ঘটনা ঘটলে পুলিশ প্রশাসনের হয়রানি বন্ধ করতে হবে, মোবাইল কোর্ট পরিচালনা কালে সাজাপ্রাপ্তকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, সঠিক সময়ে লাইসেন্স নবায়ন না হওয়ার পিছনে আমলাতান্ত্রিক জটিলতাই দায়ী, এর জন্য ক্লিনিক মালিকগনকে দোষারোপ করা যাবে না, লাইসেন্স নবায়ন ফি কমাতে হবে এবং ৫ বছর পর পর লাইসেন্স নবায়নের সময়সীমা নির্ধারন করা সহ অন্যান্য দাবি দাওয়া জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ডাঃ মশিহুর রহমান, আব্দুল মতিন, আরভিন আহম্মেদ, সাধারন সম্পাদক জি এম সাকলায়ন বিটুল এবং সাংগাঠনিক সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা প্রশাসককে স্বারকলিপি প্রদান শেষে বগুড়া জেলা সিভিল সাজর্ন ডাঃ গওছুল আজিম চৌধুরীকেও স্বারকলিপি দেওয়া হয়।