ধুনটে বাঙ্গালী নদীতে ডুবে শিশুর মৃত্যু
বগুড়া সংবাদ ডট কম (ধুনট প্রতিনিধি ইমরান হোসেন ইমন) : বগুড়ার ধুনটে বাঙ্গালী নদীতে ডুবে জাসিন চৌধুরী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী গ্রামের বাঙ্গালী নদী থেকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু জিসান বিলচাপড়ী গ্রামের জহুরুল ইসলাম চৌধুরীর ছেলে।
জানাগেছে, জহুরুল ইসলাম বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাঝিড়া এলাকার একটি গ্যাস কোম্পানীতে চাকরি করার সুবাদে জিসান তার বাবা-মার সাথেই থাকতো। গত কয়েক দিন আগে সে তার বাবা-মার সাথে বগুড়ার ধুনট উপজেলার বিলচাপড়ী গ্রামের বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার দুপুর ১টায় জিসান তার মায়ের সাথে বাঙ্গালী নদীর বিলচাপড়ী ঘাটে গোসল করতে যায়। কিন্তু তার মা গোসল শেষে বাড়ি ফেরার পথে তার সঙ্গে শিশু জিসানকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে থাকেন। পরে স্থানীয় এলাকাবাসী বিকেল ৩টায় নদী থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।