নন্দীগ্রামকে অশান্ত করতে বিএনপির এমপি চক্রান্ত করছে : রানা
বগুড়া সংবাদ ডট কম (নন্দীগ্রাম প্রতিনিধি মোঃ এফএফ সরকার) : বগুড়া জেলা আওয়ামী লীগ ও জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন রানা বলেছেন, নন্দীগ্রামবাসীর মাঝে অশান্তি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে স্থানীয় এমপি নানা ধরনের চক্রান্তে লিপ্ত হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে সরকার বিরোধী বক্তব্য দিয়ে আওয়ামী লীগ নেতাকর্মিসহ সাধারন মানুষের মনে ক্ষোভের জন্ম দিচ্ছে। সর্বশেষ ১ সেপ্টেম্বর স্থানীয় এমপি স্থানীয় পুলিশ প্রশাসন সর্ম্পকে আপত্তিকর বক্তব্যই প্রমাণ করে শান্তি প্রিয় নন্দীগ্রামবাসীকে অশান্তির মধ্যে ফেলে দেওয়ার চক্রান্ত এটি।
মঙ্গলবার বিকেলে নন্দীগ্রাম পৌর শহরের রানার চত্বর অডিটোরিয়ামে পৌর ছাত্রলীগ আয়োজিত বিশেষ কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। পৌর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি ও প্যানেল মেয়র আনিছুর রহমান, সাধারন সম্পাদক মুকুল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আ’লীগ নেতা মখলেছুর রহমান, লুৎফর রহমান, শাজাহান আলী, মুক্তার হোসেন, তীর্থ সলিল রুদ্র, সুজন প্রামানিক, জাহাঙ্গীর আলম, রাকিবুল হাসান রাজ্জাক, ইলিয়াছ আলী, মিজানুর রহমান, কাউন্সিলর জালাল উদ্দিন, রহমত আলী, আলী হাসান, উপজেলা কৃষকলীগের সভাপতি সফিকুল ইসলাম, শ্রমিকলীগের সাধারন সম্পাদক সরফুল হক উজ্জল, স্বেচ্ছা সেবকলীগের সভাপতি আবু সাঈদ, সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ, পৌর শ্রমিকলীগের সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক সানোয়ার হোসেন মিলন, তাতী লীগের সভাপতি আবু নোমান, সাধারন সম্পাদক তারেক মাহমুদ ডিউ, ছাত্রলীগ নেতা আল নোমান নাদিম, আবু তৌহিদ রাজীব, রিপন, সজিব, জাহিদ, আকাশ, রাব্বি, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি সোহাগ, সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম পায়েল প্রমূখ।