দুপচাঁচিয়ায় ডেঙ্গু, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্য বিয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকগণের ৩মাসের কর্মসূচীর উদ্বোধন
বগুড়া সংবাদ ডট কম (দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হান) : মঙ্গলবার সকালে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ডেঙ্গু, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্য বিয়ের বিরুদ্ধে দুপচাঁচিয়া উপজেলায় সচেতনতা তৈরিতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার শিক্ষকগণের ৩মাসের কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেনের সভাপতিত্বে ও ইসলামিক ফাউন্ডেশন বগুড়ার ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম, থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম রেজাউল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, উপজেলা ইমাম মোয়াজ্জিম সমিতির সভাপতি মাওঃ আজিজুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন দুপচাঁচিয়ার মডেল কেয়ারটেকার মোজাফ্ফর হোসেন প্রমুখ। কর্মসূচীতে ইসলামিক ফাউন্ডেশনের শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মোট ৮৭জন শিক্ষক অংশগ্রহণ করেন।