দুপচাঁচিয়ার ডিমশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হান) : দুপচাঁচিয়ার ডিমশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় চত্বরে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা পৌর কাউন্সিলর আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রহিমা আক্তারের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার একেএম রেজাউল হক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মশিউল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, ডিমশহর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য রেজাউল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল লতিফ, ডিমশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মোমিনুর রহমান, রুখসানা বেগম, ডলি আক্তার, তারাবানু, অভিভাবক আইয়ুব হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন। পরে দ্বিতীয় সাময়িক পরীক্ষার পাঠোন্নতির বিবরণী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন অতিথিবৃন্দ।