কাহালুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : মঙ্গলবার বেলা ৩ টায় কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আন্তঃ ইউনিয়ন ও পৌরসভা (অনুর্ধব ১৭) এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোঃ মাছুদুর রহমান। খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ), উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ (লালু), কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাহালু সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল ওয়াহাব সরদার, কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আখেরুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুলতান আলী কবিরাজ, কাহালু সদর ইউ পি চেয়ারম্যান সহকারি অধ্যাপক পি এম বেলাল হোসেন, নারহট্র ইউ পি চেয়ারম্যান রুহুল আমিন তালুকদার বেলাল, জামগ্রাম ইউ পি চেয়ারম্যান আলমগীর আলম কামাল, পাইকড় ইউ পি চেয়ারম্যান মিটু চৌধুরী, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আলহাজ্ব এফ এম এ ছালাম প্রমুখ। উদ্বোধনী খেলায় অংশগ্রহন করে কাহালু সদর ইউনিয়ন বনাম পাইকড় ইউনিয়ন। খেলা পরিচালনা করেন শফিকুল ইসলাম (বাবু)। তাকে সহযোগীতা করেন শহিদুল ইসলাম (স্বপন), সফি মামুন ও জিবরীল বাবু।