কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : মঙ্গলবার বগুড়ার কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহিদুল ইসলাম (নিলু)। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জিয়া শিশু কিশোর পরিষদের সহ-সভাপতি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় এর সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য বিশিষ্ট শিল্পতি আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বলেন কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন প্রামানিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কাজী আব্দুর রশিদ, সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ, পৌর বিএনপির সাবেক আহবায়ক আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ রফিকুল ইসলাম রফিক, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক প্রভাষক হাফিজার রহমান বাবু, কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শাহানাজ বেগম, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মাহবুর রহমান, রেজাউল ইসলাম, রফিকুল ইসলাম, পীযুষ মুর্খাজী প্রমূখ।