সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বগুড়া সংবাদ ডট কম (আদমদীঘি প্রতিনিধি সাগর খান) : বগুড়ার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে সোমবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পৌর যুবদল কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সান্তাহার পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন আদদীঘি থানা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার, বিএনপির নেতা এস এম আখতারুজ্জামান মিঠু, মনসুর আলী, নিজাম দেওয়ান, ইকবাল হোসেন, রেজাউল ইসলাম লুদি, দিলদার আলম জুয়েল, লিয়াকত, পৌর যুবলের নেতা মামুনুর রশিদ মামুন, কাউন্সিলর ওয়াহেদ, রুবেল, শ্রমিক দলের নেতা শহিদুল ইসলাম, চঞ্চল, শফিকুল, কৃষক দলের নেতা মিঠু, যুবদলের নেতা স্বপন, জবা, রাশেদ, পৌর ছাত্রদলের নেতা মাহাফুজুর রহমান লিটন, সোহাগ প্রমুখ। আলোচনা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।