বগুড়া ডিবি পুলিশ কর্তৃক বিদেশী পিস্তল সহ ০৩জন গ্রেফতার
বগুড়া সংবাদ ডট কম : সোমবার বগুড়া ডিবি টিম পুলিশ সুপার, মোঃ আলী আশরাফ ভ’ঞা, বিপিএম-বার, সার্বিক দিক নির্দেশনায় ইন্সপেক্টর মোঃ আছলাম আলী, পিপিএম এর নেতৃত্তে এসআই মোঃ সাইফুল ইসলাম, এএসআই মোঃ রুহুল আমিন বিপিএম, এএসআই মোঃ মনিরুল ইসলাম, এএসআই মোঃ রতন আলী, এএসআই মোঃ শামসুজ্জামান, কং/৪৩৬ মোঃ কাবিল হোসেন, কং/১২৬৩ মোঃ জহুরুল ইসলাম সহ টিম ডিবি বগুড়ার একটি চৌকস টিম বগুড়া সদর থানাধীন নিশিন্দারা কারবালা এলাকায় জনৈক বেলাল এর পন্য সেবা নামক ইলেকট্রনিক্স ও ফার্নিচারের দোকানের ভিতর বিদেশী পিস্তল বিক্রয়ের সময় টিম ডিবি বগুড়ার জালে একটি ৭.৬৫ বিদেশী পিস্তল, ০১(এক)টি ম্যাগাজিন ও ০১(এক) রাউন্ড গুলিসহ আসামী ১।মোঃ ফরিদুজ্জামান ওরফে ফরিদ(৩২), পিতা-মোঃ আলী হাসান টুকু, তাহার সহযোগী আসামী ২।মোঃ বেলাল হোসেন ওরফে বিপ্লব(২৮), পিতা-মোঃ ইসাহাক শেখ লালু, ৩।মোঃ শহীদ হোসেন রকি(২৮), পিতা-মোঃ আনোয়ার হোসেন, সর্ব সাং-নিশিন্দারা খাঁ পাড়া, থানা ও জেলা-বগুড়াদের ধৃত করা হয়। এই ঘটনায় বগুড়া সদর থানায় নিয়মিত মামলা রুজু হইয়াছে।