বগুড়ায় বিএসএর অভিষেক অনুষ্ঠান
বগুড়া সংবাদ ডট কম : রবিবার রাতে পর্যটন মোটেল এর সম্মেলন কক্ষে বাংলাদেশ সোসাইটি অব এনেসথেসিওলজিস্ট (বিএস এ) বগুড়ার আয়োজনে নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বচিত কমিটির সভাপতি ডাঃ এ টি এম নুরুজ্জামান সঞ্চয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রখ্যাত এনেসথেসিওলজিস্ট অধ্যাপক ডাঃ মোঃ খলিলুর রহমান, সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এনেসথেসিওলজিস্ট অধ্যাপক ডাঃ রোকেয়া সুলতানা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএম এ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বগুড়া বিএম এ সভাপতি ডাঃ মোস্তফা আলম নান্নু ,বিএমএ কেন্দ্রীয় সহ সভাপতি অধ্যাপক ডাঃ দেবব্রত বণিক, বিএসএ কেন্দ্রীয় সাবেক অধ্যাপক এবিএম মাকসুদুল আলম, বিএসএ কেন্দ্রীয মহাসচিব অধ্যাপক ডাঃ কাউছার সরদার, শজিমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলঅম রসুল, বিএসএ সাধারণ সম্পাদক শজিমেক হাসপাতালের উপাধ্যক্ষ ডাঃ রেজাউল আলম জুয়েল ,সিভিল সার্জন ডাঃ গওসুল আজিম চৌধুরী, বিএমএ র কোষাধ্যক্ষ ডাঃ সামির হোসেন মিশু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য নব নির্বাচিত সাধারন সম্পাদক (বিএসএ) ডাঃ নুর আলম, নবনির্বচিত মুক্তিযোদ্ধা ডাঃ আরশাদ সাইদ।