শিবগঞ্জের পিরবে পল্লী চিকিৎসকদের সচেতনতা বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডটকম (নামুজা প্রতিনিধি আনোয়ার হোসেন ): বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরবে রেজিট্র্যাট চিকিৎসকদের ব্যবস্থাপত্র ছাড়া খোলা বাজারে এন্টিবায়োটিক বিক্রয় প্রতিরোধে চিকিৎসকদের এক সমাবেশ বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট ও ওষুধ প্রশাসন পিরব শাখার উদ্যোগে গত শুক্রবার দুপুর ১২টায় স্থানীয় গ্লোবাল মডেল স্কুলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পিরব শাখার সভাপতি চিকিৎসক তোফাজ্জল হোসেন। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা পল্লী চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পল্লী চিকিৎসক সমিতির সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন বগুড়া জেলা ওষুধ তত্বাবধায়ক আহসান হাবিব, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট বগুড়া জেলা শাখার গোলাম রব্বানী, শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি মতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রাজু, পিরব শাখার সাধারণ সম্পাদক চিকিৎসক আলেক উদ্দিন, নুরুল ইসলাম, আবুল কায়েস বকুল সহ অনেকে। বক্তারা বক্তব্যে বলেন চিকিৎসকদের ব্যবস্থাপত্র ছাড়া খোলা বাজারে এন্টিবায়োটিক বিক্রয় প্রতিরোধ, নকল, ভেজাল, অনুমোদন বিহীণ-মেয়াদ উত্তীর্ণ ওষুধ বাজারে বিক্রি করা যাবে না।