দুপচাঁচিয়ায় বিএনপি ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হান) :বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির ৪১তম প্রতিষ্ঠা বার্ষির্কী উপলক্ষে দুপচাঁচিয়া থানা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ মোত্তালেব হোসেন মিন্টু, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি জাহিদুর রহমান চম্বুক, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, বিএনপি নেতা আব্দুল মজিদ, আব্দুল করিম, থানা যুবদলের যুগ্ম সম্পাদক মোস্তাক আহম্মেদ, হুমায়ুন কবির, পৌর যুবদলের সভাপতি আফছার আলী, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, যুবদল নেতা আব্দুল হান্নান, শ্রমিকদলের সাবেক সভাপতি আব্দুর রহমান ফকির, উপজেলা জাসাসের সভাপতি তৌফিক আলম, সাধারণ সম্পাদক গাজিউর রহমান গাজী প্রমুখ। দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর রুহের মাগফেরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা সহ কারাগার থেকে মুক্তির জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওঃ শাহজাহান আলী।