fbpx
বগুড়া জেলার সংবাদবগুড়া সদর

উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে উদ্যোক্তা সৃষ্টির বিকল্প নাই- বগুড়া জেলা প্রশাসক

বগুড়া সংবাদ ডট কম : বগুড়ায় উদ্যোক্তা সৃষ্টি ও তাদের দক্ষতা বৃদ্ধিতে মাসব্যাপি প্রশিক্ষন কর্মসুচি শুরু হয়েছে। জেলায় ১৫ মাসে ৩৭৫ জনকে প্রশিক্ষন দেয়া হবে। রবিবার সকালে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প বগুড়া অফিসের উদ্যোগে প্রশিক্ষনের উদ্বোধন হয়েছে। সকাল ১০ টায় শহরের মালতিনগরস্থ কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প বগুড়া অফিসের প্রশিক্ষক মোজাইদুল ইসলাম এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও নাসিব সভাপতি টি জামান নিকেতা, জেলার সিনিয়র তথ্য অফিসার মজিবর রহমান। বক্তব্য রাখেন শশীবদনী যুব আত্ম কর্মংসংস্থানের নির্বাহি পরিচালক আশরাফুল ইসলাম। এতে প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছেন। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সুষ্ঠ পরিকল্পনা গ্রহন করেছেন। দক্ষ জনগোষ্ঠি গড়ে তুলতে উদ্যোগ গ্রহন ও বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছেন। উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে উদ্যোক্তা সৃষ্টির বিকল্প নাই। প্রশিক্ষনের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি হবে তেমনি তারা ব্যবসায়ীক জ্ঞান অর্জন করে নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলবে। যারা নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি আরো বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। সঠিক পরিকল্পনা নিয়ে বিনিয়োগ করতে হবে। এজন্য প্রশিক্ষন গ্রহন করে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। আধুনিক তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জনে প্রশিক্ষনের বিকল্প নাই। তিনি উন্নত রাষ্ট্র গঠনে সরকারের প্রচেস্টা সফল করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।প্রশিক্ষক জানান, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ কর্তক গৃহিত উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প প্রশিক্ষন কর্মসুচি বাস্তবায়ন করছে। জেলায় আগামী ১৫ মাসে ৩৭৫ জন উদ্যোক্তাকে প্রশিক্ষন দেয়া হবে। চলতি মাসে ২৫জন প্রশিক্ষনার্থী নিয়ে উদ্বোধন করা হলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

20 + six =

Back to top button
Close