শেরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অচিরেই গণআন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে -এমপি সিরাজ
বগুড়া সংবাদ ডটকম ( শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ) : বগুড়ার শেরপুরে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল করা হয়েছে। রোববার (০১ সেপ্টেম্বর) বিকেলে শহরের খেজুরতলাস্থ বাস টার্মিনালস্থ দলের অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপি নেতা আলহাজ¦ শফিকুল আলম তোতার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক আলহাজ¦ গোলাম মোহাম্মদ সিরাজ এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এড. সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, আহবায়ক কমিটির সদস্য হামিদুল হক হিরু, উপজেলা বিএনপি নেতা শহিদুল ইসলাম বাবলু, গোলাম মাহবুব প্যারিস, স্বাধীন কুমার কু-ু, পিয়ার হোসেন পিয়ার, রফিকুল ইসলাম মিন্টু, হাসানুল মারুফ শিমুল, ইছাহাক আলী, ফিরোজ আহমেদ জুয়েল, যুবদল নেতা আশরাফদ্দৌলা মামুন, শাহাবুল করিম, মোস্তাফিজুর রহমান নিলু,জাহিদুর রহমান টুলু, ছাত্রদল নেতা মামুনুর রশিদ আপেল, আসিফ হোসেন,সাদ্দাম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। পরে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাতসহ দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা এজাজ আহমেদ। প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় এমপি গোলাম মোহাম্মদ সিরাজ বর্তমান সরকারকে ফ্যাসিস্ট আখ্যায়িত করে বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগের সরকার জনগণের ভোটে ক্ষমতায় আসেননি। তারা আইন শৃঙখলা বাহিনীকে ব্যবহার করে জোরপূর্বক ক্ষমতায় এসেছে। কিন্তু ক্ষমতা চিরস্থায়ী নয়। আওয়ামীলীগও বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন না। তাদের বিদায় ঘন্টা বেজে গেছে। তাই এখনও সময় আছে বিরোধীদলের নেতাকর্মীদের ওপর জুলুম- নির্যাতন বন্ধ করুন। অন্যথায় পালাবার পথও পাবেন না। জনগণ জেগে উঠেছে-উল্লেখ করে বিএনপির এই সাংসদ সিরাজ আরও বলেন, বেগম জিয়াকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। অচিরেই গণআন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে।