৩ সেপ্টেম্বরের মধ্যে দাবি না মানলে ৪ তারিখ থেকে শ্রমিক কর্মবিরতি ।। সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মানববন্ধন
বগুড়া সংবাদ ডট কম : বাংলাদেশ সড়ক পরিবহন আইন ১লা সেপ্টেম্বর ২০১৯ইং ৩০২ ধারা মামলার পরিবর্তে ৩০৪ (খ) ধারার অর্ন্তভুক্তি করার দাবি ও আটককৃত শাজাহান ড্রাইভারের মুক্তির দাবিতে মানববন্ধন পালন করা হয়েছে। রবিবার সকালে শহরের চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এ মানববন্ধনের আয়োজন করে। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আলহাজ আব্দুল লতিফ মন্ডলের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল, আন্তঃ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মন্ডল, সাধারন সম্পাদক খলিলুর রহমান খলিল, সংগঠনের সহ-সভাপতি কামরুল মোর্শেদ আপেল, যুগ্ন সম্পাদক আনোয়ার হোসেন রানা, সাংগঠনিক সম্পাদক আলহাজ আব্দুল গফুর প্রাং, মাহবুবর রহমান মানিক, আব্দুল মান্নান শামিম, জালাল শেখ, ইফতারুল ইসলাম মামুন প্রমুখ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। মানববন্ধন থেকে বক্তারা সড়ক পরিবহন আইন সংশোধন, আটককৃত ড্রাইভার শাজাহন এবং ওসমান সহ সকল ড্রাইভারদের মুক্তির দাবি জানান। আগামী ৩রা সেপ্টেম্বরের মধ্যে দাবি না মানলে ৪ ঠা সেপ্টেম্বর থেকে লাগাতার শ্রমিক কর্মবিরতির ঘোষনা দেওয়া হয়।