fbpx
বগুড়া জেলার সংবাদবগুড়া সদর

সদরের ধাওয়াকোলা গ্রামে জমির ২০০ টি গাছ উপড়ে ফেলার প্রতিবাদে সংবাদ সন্মেলন

বগুড়া সংবাদ ডটকম (মহাস্থান প্রতিনিধি এস আই সুমন) : পূর্ব শক্রতার জের ধরে বগুড়া সদরের ধাওয়াকোলা মৌজার ২০০ টি গাছ উপড়ে ফেলার ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মহাস্থান প্রেস ক্লাবে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ধাওয়াকোলা গ্রামের ভুক্তভোগী মৃত আয়েন উদ্দিনের পুত্র আবু তাহের পুটু। তিনি বলেন তার বড় বোনের পুত্র কামরুল ইসলাম জোর করে তার মায়ের অংশ দাবী করে একটি দাগের জমি বার বার দুর্বৃত্তদের দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ফসলের ক্ষতি সাধন করে আসছে। ইতিমধ্যে তার মা অর্থাৎ আমার বোন তার অংশ আমার কাছে বিক্রির জন্য তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা চুক্তি করে পঞ্চাশ হাজার টাকা গ্রহণ করেছে। তার পরও কামরুল বার বার আমার জমি জবর দখলের উদ্যেশে বার বার ফসলের ক্ষতি করছে। ইতিপূর্বেও কামরুল গংদের বিরুদ্ধে ২১/১২/১৮ ইং তারিখে গোকুল ইউনিয়ন পরিষদে ৪৩/১৮ একটি মোকদ্দমা করা হয়েছিল। সেখানেও তারা উপস্থিত হয়নি। গত ৩০/৮/১৯ ইং তারিখে আমি আমার ৯৭২ নং দাগের ২০ শতাংশ জমিতে ২০০ টি ইউক্যালিপটাসের গাছ রোপন করলে কামরুলের নির্দেশে তার সন্ত্রাসী বাহীনী ঐদিন গভীর রাতে জমির সম্পূর্ণ গাছ উপড়ে ফেলে প্রায় দুই লক্ষটাকার ক্ষতি সাধন করে। সাংবাদিকদের উদ্যেশে তিনি আরও বলেন ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে পুলিশ প্রশাসনের মাধ্যমে তাদেরকে দ্রুত আটক করে শাস্তি প্রদানের দাবী জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

6 + 19 =

Back to top button
Close