বগুড়া সদরের চাঁদপুর নূরানী তালিমুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও ইয়াতিম খানার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডটকম (মহাস্থান প্রতিনিধি এস আই সুমন) :বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের চাঁদপুর নুরানী তালিমুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও ইয়াতিম খানার উদ্যোগে গতকাল রাতে মাসিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য শহিদুল ইসলাম নান্টুর সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে তাফসির পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোফাচ্ছিরে কোরআন পীরজাদা হযরত মাওঃ মোঃ আমজাদ হোসেন রাশেদী(উত্তর বগুড়া) স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আলহাজ্ব শাহিনুর রহমান টম্পি। প্রধান মেহমান টিএমএসএস এর সককারী পরিচালক জাফরুল ইসলাম রনি,বরেন্য অতিথি বিশিষ্ট সমাজ সেবক এমদাদুল হক নান্টু,অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোমতাজুর রহমান খন্দকার। উপস্থিত ছিলেন,ইউপি সদস্য আব্দুল মান্নান,জহুরুল হক,আলহাজ্ব মোজাফফর রহমান,ব্যবসায়ী আলহাজ্ব আতাউর রহমান টুকু,আব্দুল কাদের বাদশা,আলহাজ্ব পাশা মিয়া,আলহাজ্ব রায়হান আলী মন্ডল,আল আমিন রতন,রিজু মিয়া,এবিএম সাদিকুর রহমান শাফি,আল মামুন স্বপন,লাল মিয়া,জুলফিকার আলী,সিরাজুল ইসলাম রুবেল,রাসেল মিয়া,মীম খন্দকার,মাহফিল পরিচালনা করেন মাওঃ মোঃ ফজলুর রহমান প্রমুখ।