নর্থ বেঙ্গল ইঞ্জিনিয়ার্স এ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (নিব) -এর ২৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষনা
বগুড়া সংবাদ ডট কম : ইঞ্জিনিয়ারদের মধ্যে পারষ্পরিক সম্পর্ক ও আর্থ সামাজিক উন্নয়ন সহ সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে নর্থ বেঙ্গল ইঞ্জিনিয়ার্স এ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (নিব) -এর ২৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষনা করা হয়েছে। গত ৩০শে আগষ্ট শুক্রবার বগুড়াস্থ হোটেল ষ্কাই ভিউতে এ্যাসোসিয়েশনের পূর্ব ঘোষিত নির্ধারিত সময়ের সাধারন সভায় পরবর্তী দুই বছরের জন্য এ কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে প্রকৌশলী সৈয়দ সোহেল আহম্মেদ লিটন সভাপতি, প্রকৌশলী মাহবুব সাঈদী প্রিন্স সাধারন সম্পাদক ও প্রকৌশলী মাহমুদুল হাসান খান সনি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি হিসেবে প্রকৌশলী মাসুদ রানা, সহ-সভাপতি প্রকৌশলী আশরাফুল হক টিপুল, প্রকৌশলী সঞ্জয় কুমার মোহন্ত পুলক, যুগ্ম-সাধারন সম্পাদক হিসেবে প্রকৌশলী জিয়া উল আলম, প্রকৌশলী রাজু আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শিবলি রহমান মনি, অর্থ সম্পাদক প্রকৌশলী মাসুদ পারভেজ, প্রচার সম্পাদক প্রকৌশলী এস.এম. জিয়াউল ইসলাম আপেল, সহ-প্রচার সম্পাদক প্রকৌশলী হাসানুজ্জামান রিপন, দফতর সম্পাদক প্রকৌশলী মীর শফিউল ইসলাম সোহাগ, ক্রীড়া ও সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক প্রকৌশলী তানভীর হক রনি, ধর্মীয় ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক প্রকৌশলী নূরে আলম আলম সিদ্দিক পাপ্পু, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী নিয়াজ মোর্শেদ পরশ, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক প্রকৌশলী ফয়জুর রহমান এমিল, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক প্রকৌশলী সৌখিন কর্মকার, ছাত্র বিষয়ক সম্পাদক প্রকৌশলী সাখাওয়াত হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক প্রকৌশলী জেসমিন আকতার, সহ-মহিলা বিষয়ক সম্পাদক প্রকৌশলী মনিরা ইয়াসমিন মৌ সহ কার্যনির্বাহী সদস্য হিসেবে প্রকৌশলী আশরাফুল হক সুমন, প্রকৌশলী পারভেজ, প্রকৌশলী রেজাউল বারী, প্রকৌশলী সুমন আহম্মেদ, প্রকৌশলী জিয়াউল হক রকি, প্রকৌশলী মামুনুর রশিদ, প্রকৌশলী মাজহার বাবলু ও প্রকৌশলী নিগার সুলতানা রিয়া নির্বাচিত হন।
উল্লেখ্য যে, উত্তরবঙ্গের মোট ১৬টি জেলার ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারদের একত্রিকরণের মাধ্যমে কর্মজীবনে পিছিয়ে পড়া ইঞ্জিনিয়ারদের স্বাবলম্বী করা সহ সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে গত ১২ই অক্টোবর ২০১৮ইং তারিখে এই এ্যাসোসিয়েশনটি আত্মপ্রকাশ করে। খবর বিজ্ঞপ্তির।