আদমদীঘিতে দুই সিনিয়র শিক্ষকের বিদায় অনুষ্ঠান
বগুড়া সংবাদ ডট কম (আদমদীঘি প্রতিনিধি সাগর খান) : বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের সুনামধন্য বিদ্যাপিঠ আদমদীঘি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সিনিয়র দুই শিক্ষক আব্দুস সামাদ ও তবিবর রহমানের অবসর জনিত কারনে শনিবার বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গনে এক বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুস সালাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায়ী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মনজু আরা বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা খন্দকার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, আওয়ামীলীগ নেতা নাজিমুল হুদা খন্দকার, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা ও বিদ্যালয় গভর্নিং বডির সদস্য সুমিনুল ইসলাম সুমন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরেফিন খান তনু, ছাত্রলীগ নেতা জাফরান হোসেন প্রমূখ।