কাহালুর নারহট্র উচ্চ বিদ্যালয়ের পুনরায় সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব জাহিদুর রহমান জাহিদ
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : রোববার বগুড়ার কাহালু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে নারহট্র বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গঠনকল্পে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম। সভায় সর্ব সম্মতিক্রমে দ্বিতীয় বারের মতো কাহালুর নারহট্র বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হন মেসার্স জেরিন জিম পোল্ট্রি ফিস ফিড এন্ড মেডিসিন কর্ণার ও হ্যাচারীর স্বত্ত্বাধিকারী ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি বগুড়া জেলা শাখার উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ জাহিদুর রহমান (জাহিদ)। সভায় উপস্থিত ছিলেন নারহট্র বহুমূখী উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ জাহিদুর রহমান (জাহিদ), প্রধান শিক্ষক ও সদস্য সচিব জয়নুল আকেদীন খান ফিরোজ, অভিভাবক সদস্য আব্দুল হামিদ, জালাল মন্ডল, মোছাঃ সাবেরা খাতুন (মালা), বাছেদ শেখ, মহিলা অভিভাবক সদস্য মোছাঃ কামরুন্নাহার (পলি), শিক্ষক প্রতিনিধি আবু রেজা ( রিপন), রাশেদ মিয়া ও ছেলিনা আকতার ডেইজি।