নন্দীগ্রামে প্রয়াত আওয়ামী লীগের দুই সভাপতির স্মরণ সভা
বগুড়া সংবাদ ডটকম ( নন্দীগ্রাম প্রতিনিধি মো: এফএফ সরকার) :বগুড়ার নন্দীগ্রামে উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সাবেক সভাপতি ডা: শফিউল আলম বুলু ও জাহেদুর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২ টায় দলীয় কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি ও প্যানেল মেয়র আনিছুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুকুল হোসেনের সঞ্চনলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ ও জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন রানা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আ’লীগ নেতা শাজাহান আলী, মুক্তার হোসেন, তীর্থ সলিল রুদ্র, সুজন প্রামানিক, জাহাঙ্গীর আলম, রাকিবুল হাসান রাজ্জাক, ইলিয়াছ আলী, মিজানুর রহমান, কাউন্সিলর রহমত আলী, আলী হাসান, উপজেলা কৃষকলীগের সভাপতি সফিকুল ইসলাম, শ্রমিকলীগের সাধারন সম্পাদক সরফুল হক উজ্জল, স্বেচ্ছা সেবকলীগের সভাপতি আবু সাঈদ, সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ, পৌর শ্রমিকলীগের সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক সানোয়ার হোসেন, তাতী লীগের সভাপতি আবু নোমান, সাধারন সম্পাদক তারেক মাহমুদ ডিউ, ছাত্রলীগ নেতা আবু নোমান নাদিম, আবু তৌহিদ রাজীব, মশিউর রহমান, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি সোহাগ, সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম পায়েল প্রমূখ। স্মরণ সভা শেষে তাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।